মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পঞ্চমীতে দেবীর চক্ষুদান, বোধনে কামান দেগে পুজো শুরু হত গোবরডাঙা জমিদার বাড়িতে

Pallabi Ghosh | ১৯ অক্টোবর ২০২৩ ১২ : ১৯Pallabi Ghosh


পল্লবী ঘোষ: ১৭৫৭ খ্রিস্টাব্দ। পলাশীর যুদ্ধ। তার ঠিক কয়েক বছর আগেকার কথা। গোবরডাঙার জমিদার শ্যামলাল চট্টোপাধ্যায়ের উদ্যোগে বাংলার প্রত্যন্ত গ্রামের এক উঠোনে শুরু হয় দুর্গাপুজো। সেই পুজোর আচার, রীতিনীতি এতটাই জাঁকজমকপূর্ণ ছিল, যে আশেপাশের বহু গ্রাম থেকে এসে ঠাকুর দালানে ভিড় জমাতেন সাধারণ মানুষ। দিন যত এগোয়, উৎসবের আমেজ, আনন্দ ক্রমেই বাড়তে থাকে। শ্যামলালের সময় পুজো শুরু হলেও, তাঁর পুত্র খেলারামের আমলে পুজোর আড়ম্বর কয়েকগুণ বেড়ে যায়। জানা যায়, প্রসন্নময়ী কালী মাতার আশীর্বাদে পুত্র সন্তান লাভ করেন তিনি। পুত্রের নাম রাখেন কালীপ্রসন্ন। এরপর থেকেই এই বংশের নবজাতকদের নামের সঙ্গে প্রসন্ন যোগ করার রীতি চালু হয়। গোবরডাঙা জমিদার বাড়ির দেবীকে প্রসন্নময়ী দুর্গাও বলতেন অনেকে। বাড়ির সদস্য নয়ন প্রসন্ন মুখার্জির কথায়, বর্তমানে জমিদারি না থাকলেও ৩১২ বছরের পুরনো পুজোর কিছু রীতি এখনও মেনে চলা হয়। জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। বাবলা কাঠের কাঠামোয় তৈরি হয় প্রতিমা। প্রতিপদ থেকে শুরু ঘটপুজো। মহালয়ায় নয়, পঞ্চমীতে দেবীর চক্ষুদান করানো হয়। তারপর ষষ্ঠী থেকে শুরু চিরাচরিত পুজোর রীতি। এককালে বোধন আর সন্ধিপুজোর আগে কামান দাগার রীতি চালু ছিল। কামান দাগার শব্দ শুনে পুজোর দিনক্ষণ আন্দাজ করতেন দূরদূরান্তের মানুষ। বর্তমানে সেই প্রথা নেই। সময়ের সঙ্গে সঙ্গে বলি প্রথাও উঠে গেছে। প্রসন্নময়ী দুর্গাকে ১৩টা পাঠা, ২ টো ভেড়া উৎসর্গ করা হত। ১৯৯৭ সাল থেকে পশুবলি প্রথা বন্ধ করে দেন বাড়ির সদস্যরা। দেবীর বিসর্জনের রীতিও ছিল চোখ ধাঁধানো। বাড়ির ১২টা পোষ্য হাতি নিয়ে বিসর্জনে বেরোতেন সদস্যরা। ভরা যমুনায় জোড়া নৌকা বেঁধে প্রতিমা বিসর্জন দেওয়া হত। নয়ন প্রসন্ন মুখার্জি জানালেন, পুজোর ক'দিন জমিদার বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসত। বাংলার প্রথিতযশা শিল্পীরা আসতেন সেখানে। এমনকী বিসর্জনের সময় যমুনায় নৌকাতেও গানবাজনার আসর বসত। তবে সেই রীতিরও পরিবর্তন হয়েছে। নয়ন প্রসন্ন মুখার্জি বললেন, জমিদার বাড়ির সকল সদস্যরা পুজোর কদিন এই বাড়িতেই কাটান। জৌলুস হারালেও, এখনও বোধন থেকে বিসর্জন অগণিত মানুষের ভিড় জমে বাড়িতে। ফলে দেবীর আরাধনার মাঝে নতুন করে প্রাণ ফিরে পায় গোবরডাঙা জমিদার বাড়ি। যার আলোয় আলোকিত হয় মফস্বলের অলিগলি।




বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...

বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...

অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...

ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...

এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...



সোশ্যাল মিডিয়া



10 23